আলহামদুলিল্লাহ্ আজকে দ্য স্কলারস ইনস্টিটিউট এর ২০২৩ সেশনের তৃতীয় গার্জেন মিটিং অনুষ্ঠিত হলো। গার্জেনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষ লক্ষনীয়। প্রতিষ্ঠান কে সমৃদ্ধ করতে অভিভাবকদের অনেক পরামর্শ উঠে আসে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ছাত্র ছাত্রীদের প্রয়োজনীয় Information এবং দিক নির্দেশনা প্রদান করা হয় গার্জেন দের উদ্দেশ্যে।
✔️ আবাসিক ৬৫ জন ছাত্র ছাত্রী নিয়ে Spoken English class start হয়েছে।
✔️ মেয়েদের হোস্টেল আলাদা করার ঘোষণা হয়।
✔️ আমরা চেষ্টা করছি সমস্ত সেকশনে ছাত্র এবং ছাত্রী আলাদা করতে।
👉 নার্সারি বিভাগের বিল্ডিং আলাদা করার পরিকল্পনা সম্পন্ন হয়ে আছে। যেকোনো সময়ে কাজ শুরু হবে ইনশাআল্লাহ্।
পঠন পাঠন সংক্রান্ত তথ্য –
✔️ ২১ শে নভেম্বর থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা শুরু হবে। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের পরীক্ষা এবং নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা হবে ইনশাআল্লাহ্।
✔️ ইতিমধ্যে রেজাল্ট ভালো করার উদ্দেশ্যে দশম শ্রেণীর অঙ্ক স্পেশাল ক্লাস করা হয়। লক্ষ্য অঙ্ক তে ১০০/১০০
✔️ ইতিমধ্যে আবাসিক ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতি ২ দিন অন্তর পরীক্ষা শুরু হয়েছে। এটা রেজাল্ট ভালো করতে অত্যন্ত সহায়ক হবে ইনশাআল্লাহ্।
✔️ Motivational program একাধিক হয়েছে। এর ধারাবাহিকতা বজায় থাকবে।
✔️ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য বিশেষ Educational tour এর ব্যবস্থা করেছি। একাধিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষনীয় জায়গায় ভ্রমণ করবো ইনশাআল্লাহ্।
